Friday 13 February 2015

On this Valentine Day

She shall be wearing an attaire made of white clouds on this valentines day,

They shall walk on the path of pleasant light towards the destiny unknown,,

On her finger there be a ring made of stars with the sun as a solitaire on its crown,

The rainbow shall welcome them in that world with its wide smile ...

They shall be walking on the red carpet made of the morning hue...

On the path they will meet many golden flowers,

Wind will whisper in the ears 'I am thee -thy is me '
And the flowers shall nod their heads ....

They shall walk communicating every moment in silence , listening to the song of the roses .

They shall walk ....
upto infinity......

Wednesday 21 January 2015

কাঞ্চনজঙ্ঘা

কাঞ্চনজঙ্ঘা
----------
বরফগুড়ি বড় আদুরী বিনা ঝিরঝির ঝরে ,
না জানে কেমনে ঠান্ডায় জমে কঠিনতা তার উপরে !!
আলেয়ার ডাক করে যে অবাক
শীর্ষপরি সবই হয় নির্বাক ,
সূর্যের আলোক চমকায় চোখ
অরুনোদয়ের দৃষ্টি
মরি একি অপরূপ সৃষ্টি ... 


[ Photography - A Brother and Professor Sri 'SunRay Lion' in bengali.  ] 

Saturday 11 October 2014

EKALAVYA

Har yugme ek ek Eklavya or Drona bhi ayenge..

Satata or bhakti ko log pairon taale kuchalte jaenge..

Dil tutegi hazar baar-
Bazegi firse ekbaar...
Dharmyuddh ki bheri-
Or hogi dhanush ki tankaar,,

Palpal yaad karke dronki anyay rudhirme aapne....
abhyas ka tir woh chalate chale jaenge...

Ek din jarur ayegi -
Patrata or Sadhana prakash me laayi jaegi...
Jab dron ke kaan taq pohuchegi khabar,
Dakshina mangne is yugmebhi pahuchenge jarur eklavya ke woh adharmi guruvar...

Tab tarvari eklavya ki ungliper nahi - tir is yugme Drone ke seeneper hi chalaye jayenge...

Drone bhi kabhi dwar dwar ghuma tha papi pet ke khatir kabhi.
Chalaya tha tir us annadaata ke seeneme...
Vidhi uski mitha jahar ka ghot ussehi kabhi pilayenge...

Eklavya or drone ke kahani firse dharm ki kagar me dohraye jaenge.

Wednesday 8 October 2014

পূর্নিমার সে চাঁদ যে এখন প্রতিপদের কোলে !!
কিকরে আজ হাসব - আজ লক্ষী গেছে চলে ..
হাজার খানা মুখে শুধু চাহিদার প্রার্থনা ,,
ছোট্ট লক্ষী সবার চাওয়া মেটাতে জানেনা !!
আশীর্বাদের ভাষা এখন নিঃশব্দের কোলে ....
অভিমানে কেন কে জানে , কোথায় গেছে চলে .....

Monday 6 October 2014

Few words On my recent work, Drigdrishya Viveka

When limited conciousness further melts n become ONE , then one starts becoming 'bahu'- (many in one ). Then we can experience 'big mind' in the finite mind (which is nothing but the cluster of limited thoughts) . Then names and forms disappears....then "drig'' starts reflecting into one's limited conciousness so brightly. Then thoughts comes and goes as they lose their importance. And a person starts giving his/her present 100% in every single moment- irrespective of where and with whom he/she is .... that is - samadhi in continuity, and that is union.
Then shastras n sutras becomes easier- looking at them one feels that they are already stored somewhere in mind.
Then one becomes Purusha and starts enjoying "prakriti". Then nature shows that what d conciousness wishes to see.

(Pic - a moment frm yesterday's moonrise in the twilight)

Saturday 27 September 2014

|| স্কন্দমাতা ||

কার্তিকজননী সন্তানস্নেহময়ী ,,
কোলেতে লইয়া আসেন জ্যোতির্ময়ী ,
স্কন্দ ভিতরে বীরতা-জ্ঞান ভরে ,
দিলেন জগতেরে সে আনন্দময়ী...
হইযাছে জননী যেবা সেই কার্তিকে ,
পূর্নিমাপরে পুন্যমাসেতে !!
জেনো তারা স্কন্দমাতা... বিমলা তারা...জগন্নাথের জগদ্ধাত্রী....

তার জন্মের -ও বহু আগের সেকথা ,,
শ্রীধর - সেবক ঘরে এসেছিল মাতা ,,
পথে এক ব্রাহ্মনে তাহার পিতামহে ,
গঙ্গাকিনারে জানায় অন্তর্ব্যথা !!


"দুঃখী ব্রাহ্মন আমি ,ভার বহিতে নারি,

মুক্ত কর মোরে ; মাকে নিয়ে যাও ঘরে....."

"হইবে পূর্ণ তব মনের বাসনা ,
হবে পূর্ণ গৃহলক্ষী- কামনা,
কন্যাসন্তান আসিবে তোমার অঙ্গনে ,
ভরিবে খুশী তোমার গৃহকোণে " ....

নির্বাক হইয়া জগদ্ধাত্রী কোলে লইয়া ,
ফেরেন পিতামহ এ বিধি মানিয়া ,,
ছিল যে তাহার উনবিংশতি পুত্র ,
একটি লক্ষীর আশায় ছিলেন সে বিপ্র !!
কেমনে জানিল একথা  সেই ব্রাহ্মন ,
তবে কি দেবী জানিলেন মোর মন ??!!

গৃহিনী তাঁহার ইন্দুনিভাননি ,
গজা-র জমিদার-দ্বারিকভটচাজ নন্দিনী,,
দুর্গাপূজা যে প্রাচীন তাহার পিতৃকুলে ,
কন্যা মানিয়া নিলেন তাঁরে কোলে তুলে,,
নিত্যসেবার সাথে বছরে একবার ,,
জগদ্ধাত্রীর পূজা শুরু হলো যে এইবার ,,
এক কন্যাও তাঁর হলো,'কোচি'নাম দিল,
এক বত্সরপরে সে ফিরিয়াও গেল ...
কন্যাসন্তানে হারায়ে,দুখী অতি হয়ে,,
বহুবছর পরে সে এক পৌত্রী পেল !!
সব গহনা মোর , যা আছে সব তোর ,
-ফের তারে কন্যাসম স্নেহ দিল ...

যেদিন পুত্রের সে হয়েছিল মা ,
তিথি ছিল যে কার্তিকপূর্নিমা...
গতবছর সংযোগে এই পঞ্চমীতে ,
কোলে  ধরিয়া সেই সন্তানেতে ,
বেঁধেছিল রাখি কাহারো কব্জিতে ....
মানে যার আজও তার অজানা ,
কোচি 'র -ই রাজা সে .. এর বেশি তো জানেনা ||

থাকুক তারপরের সেই ঘটনার কথা ,
কারো কেন ,মোর - ও নেই মাথাব্যথা....

28| 9 |2014 |

Kolkata

Friday 26 September 2014

|| কুষ্মান্ডা ||

আপনি মন-মহিষে বধিয়া ,
যদা দূর্গা বৈকুন্ঠ হেরিল ,,
তেমনি যে হৃদপদ্মে আসিয়া -
স্বযম আত্মনারায়ণ বসিল ||
সূর্যলোক সম্রাজ্ঞী বৈকুন্ঠের আলোক ,
আঁধারভরা এ জগতে আনিলো ||
জগৎজননী  বিষ্ণুবিলাসিনি ,
লক্ষীরূপে  আপনসৃষ্ট ধরায় আসিলো,,
♡ এস মা লক্ষী বোসো ঘরে ,
মোদের হৃদয়লোক আলো করে ♡
এ গান জগদবাসীগণ গাহিল ||
জননী সবেরে প্রাচুর্যে ভরিল ,
আত্মতুষ্টি সন্তুষ্টি বহিয়া আনিলো ♡♡